close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণির ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আদালতের এজলাসে হাজি সেলিমকে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়।
পুলিশ মামলার তদন্তে সহযোগিতার জন্য হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল, তবে তার আইনজীবী জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের দাবি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি।
রোববার মধ্যরাতে, গোয়েন্দা পুলিশ পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করে।
Ingen kommentarer fundet