৫০০ টাকায় স্লোগান!’— ভয়ের লকডাউন নয়, বিভ্রান্তির ফাঁদ উন্মোচনে ডিবির কঠোর সতর্কবার্তা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
DB Chief Shafiqul Islam revealed that miscreants are paying rickshaw-pullers to chant fake slogans and spread fear ahead of the November 13 lockdown. He warned that law enforcers will take the stronge..

রাজধানীজুড়ে আগামী ১৩ নভেম্বরের ঘোষিত লকডাউনকে ঘিরে নানা গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়েছে। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই— এমন আশ্বস্ত বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে বা জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায়, তবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা রাজধানীতে যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে চায় বা এর সঙ্গে যুক্ত, তাদের শনাক্ত করছি। শুধু মাঠের কর্মী নয়, যারা নেপথ্যে থেকে এসব অপতৎপরতা চালাচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। আজই আমরা ৪৪ জনকে গ্রেপ্তার করেছি।”

ডিবি প্রধান আরও জানান, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা উসকানিমূলক পোস্ট ও বার্তা ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য সাধারণ মানুষকেও ব্যবহার করছে।
তিনি বলেন, “আমরা একটি ঘটনায় দেখেছি— একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে যেন মনে হয় সাধারণ মানুষ লকডাউন সমর্থন করছে বা আতঙ্কিত হচ্ছে। তদন্তে দেখা গেছে, ওই রিকশাওয়ালার কোনো অপরাধমূলক রেকর্ডই নেই। অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”

শফিকুল ইসলাম জানান, এই ধরনের কর্মকাণ্ড গোয়েন্দা সংস্থার নজর এড়াবে না। “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— কেউ যদি গুজব ছড়ায়, আতঙ্ক সৃষ্টি করে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাহলে তাকে আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে,” তিনি সতর্ক করেন।

তিনি রাজধানীবাসীসহ সারা দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান—
“গুজবে কান দেবেন না। কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা ২৪ ঘণ্টা সতর্ক আছি।”

এদিকে মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও মোটরচালিত যানবাহন পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো উসকানিমূলক সামগ্রী বা প্রচারপত্র ছড়ানো না যায়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ টিমও সক্রিয় রয়েছে। যেকোনো ধরনের ভুয়া ভিডিও, বিকৃত ছবি বা বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেষে ডিবি প্রধান আবারও আশ্বস্ত করেন— “১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator