৫ দিনের টানা বৃষ্টি, তবুও নিস্তার নেই! গরমের তেজে পুড়বে দেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশজুড়ে টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবু মিলবে না স্বস্তি! গরমের দাপট চলবে সমানতালে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে।..

দেশের আবহাওয়ায় ফের দেখা দিতে চলেছে অদ্ভুত বৈপরীত্য। আগামী ৫ দিন ধরে দেশে টানা বৃষ্টি হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিন্তু অবাক করা তথ্য হলো, এই বৃষ্টির মাঝেও গরমের দাপট থেকে মিলবে না স্বস্তি। দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ ও বজ্রসহ ঝড়ো হাওয়া বইতে পারে, তবে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার (আজ) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা প্রকাশ করে উদ্বেগ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে প্রচণ্ড গরম—দুইয়ের সম্মিলিত কষ্টের মধ্যে পড়তে চলেছে দেশের মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এই পরিস্থিতির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, কিছু এলাকায় হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ।যদিও টানা বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টির পরেও সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ, সাধারণ মানুষকে রেহাই দিচ্ছে না প্রকৃতি—বর্ষা ও গরম দুই একসাথে কষ্ট দিচ্ছে।এই বিরল আবহাওয়া পরিস্থিতি গ্রীষ্মকালের শেষে এবং বর্ষার শুরুতে প্রায়ই দেখা যায়, তবে এবারের প্রবণতা কিছুটা বেশি দীর্ঘস্থায়ী ও বিরূপ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।এই আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে নিম্নাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা বা ভূমিধসের সম্ভাবনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আসছে দিনের বৃষ্টির শব্দ অনেকেই স্বস্তি ভাবলেও, সেই বৃষ্টির মাঝে তাপমাত্রার বাড়তি উত্তাপ অনেকের জন্য দুর্ভোগ ডেকে আনতে পারে।
এমন অবস্থায় আমাদের উচিত সচেতন থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলা।

Nenhum comentário encontrado