৪৪তম বিসিএসে ২২২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত!

Muhammad Faijullah avatar   
Muhammad Faijullah
৪৪তম বিসিএসে ২২২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির সিদ্ধান্তে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।..

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে। আগামী ৮ মে দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়েছে। তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছে। তারা টানা আন্দোলন করছেন। এর প্রার্থীদের জন্য পিএসসি মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়েছে।

No comments found


News Card Generator