মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ৪০ দিন তাকবীরে ওয়ালার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার স্বরূপ বাই সাইকেল পেলেন ৩ কিশোর ।
এই প্রতিযোগিতার আয়োজন করেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন। প্রতিযোগিতায় ২৩ জন শিশু অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মো. জুনাইদ সিদ্দিক, তানজীবউল করিম সাদ ও আদিল ইসলাম ৪০ দিন তাকবীরে ওয়ালার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম বাইতুস সালাম জামে মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজ প্রতিযোগিতার মূল্যায়ণের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এই সময় উপস্থিত ছিলেন বাইতুস সামাল জামে মসজিদের সভাপতি নায়েবুর রহমান ভিপি মাসুদ, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শরীফুল ইসলাম, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইনুল ইসলাম রিয়েল, সাধারন সম্পাদক ইসরাফিল হাসান প্রমুখ।