close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৩১ দফা বাস্তবায়নে ভালুকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক কর্মকাণ্ড চলছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক কর্মকাণ্ড চলছে।

এ উপলক্ষে ঈদ-উল-আযহার পরপরই যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একাধিক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এসব সভায় ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা ও প্রাসঙ্গিক কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়।

আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রণকৌশল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দফাগুলো বাস্তবায়নই হলো আমাদের জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার।”

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা সকলেই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুতির কথা জানান এবং জনগণকে পাশে থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলাটি পরিণত হয় এক ধরনের নতুন উদ্দীপনায়, যা আগামী দিনের আন্দোলনকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Ingen kommentarer fundet