close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৩ নং ভাটরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্মাদক দুর্ঘটনায় নিহত..

মোঃসাকিব হাসান avatar   
মোঃসাকিব হাসান
বেলঘড়িয়া-নামুইট রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাগবজরের বাসিন্দা মরহুম:জসীমউদ্দীনের ছেলে মুহুরি শরিফুল ইসলাম।..

নন্দীগ্রাম প্রতিনিধি :

বেলঘড়িয়া-নামুইট রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাগবজরের বাসিন্দা মরহুম :জসীমউদ্দীন এর ছেলে মুহুরি শরিফুল ইসলাম। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে যখন শরিফুল তার বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড় ও ধানের গাদা জমা থাকায় রাস্তা সরু হয়ে পড়েছিল। এই সরু রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার বাইকের সংঘর্ষ ঘটে।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত শরিফুলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে। শরিফুলের পরিবারের সদস্যরা জানান, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

 

বেলঘড়িয়া-নামুইট রোডটি দীর্ঘদিন ধরেই সড়ক নিরাপত্তার অভাবের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবী, রাস্তার পাশের জমিতে খড় ও ধান রাখার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

বিশেষজ্ঞদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাস্তার পাশে এভাবে খড় ও ধান জমা রাখা বন্ধ করা জরুরি। অন্যদিকে ট্রাকচালকদেরও সজাগ থাকতে হবে এবং গতি নিয়ন্ত্রণ করতে হবে।

 

এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তার উপর নতুন করে প্রশ্ন তুলেছে। এলাকাবাসী এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

No comments found


News Card Generator