close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৩ জন গ্রে'ফতার ২০ লাখ টাকার জা'ল নোটসহ...

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
 ২০ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি করে সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মজুত করেছিল  চক্র..

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসীমউদ্দীনের তথ্যসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় কয়েকজন জাল নোট ব্যবসায়ী জাল টাকা নিয়ে মাতবর বাজার ঘাটের দিকে যাচ্ছে বলে  তারা খবর পায়। এ সময় বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকল্যাণ সংস্থার সামনে বেড়িবাঁধে কামরাঙ্গীরচর থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা করে জাল টাকার ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে সুমন, সুলতানা ও হানিফ গাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যমানের চার লাখ টাকার জাল নোট পাওয়া যায়।

তাদের দেওয়া তথ্যে নারায়ণগেঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলীর গ্যাসলাইন নামক এলাকায় সুমনের ভাড়া বাসা থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, জাল নোট তৈরির ১০টি ডাইসসহ এক বস্তা সাদা কাগজ উদ্ধার করা হয়।

অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো বলে তারা জানিয়েছে।

לא נמצאו הערות