close
লাইক দিন পয়েন্ট জিতুন!
তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ ও গণঅনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়।
এই আন্দোলনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়, যেমন—‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কী করে’। আন্দোলনের ফলে গুলিস্তানসহ আশপাশের এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি কী?
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর: দ্রুত চুক্তি স্বাক্ষর ও তা ভিজ্যুয়ালভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে।
২. পুরনো হলগুলোর সংস্কার: বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও সমাপ্ত করতে হবে।
3. আবাসন ভাতা প্রদান: আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা প্রদান করতে হবে।
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয় ত্যাগ করবেন না। তারা বলেন, “প্রয়োজনে লাশ হয়ে ফিরে যাব ক্যাম্পাসে। এবার আর অন্যায়ের কাছে মাথা নত করব না। সরকারের কেউ কি আমাদের দুর্দশা দেখতে পায় না?”
সচিবালয়ের সামনের চিঠি ও নতুন উত্তেজনা
দুপুর ২টায় সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর বিষয়ে একটি চিঠি ইস্যু করা হলেও শিক্ষার্থীরা সেটিকে অপর্যাপ্ত মনে করছেন। তারা লিখিতভাবে প্রতিশ্রুতি ও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের বক্তব্যে বিষাদ
একাধিক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, “আমাদের বারবার কেন পড়ার টেবিল ছেড়ে রাস্তায় নামতে হয়? সরকারের নীতিনির্ধারকরা কি আদৌ আমাদের কথা শোনেন?”
ঢাকার ট্রাফিক পরিস্থিতি বিপর্যস্ত
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশপাশের দুই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, যা গুলিস্তানসহ আশপাশের প্রধান সড়কগুলোতেও ছড়িয়ে পড়েছে।এই উত্তাল আন্দোলন সরকারের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে, নাকি আরও দীর্ঘসূত্রতার শিকার হবে, সেটিই এখন দেখার বিষয়।
Nessun commento trovato