শুক্রবার (২৫ এপ্রিল) মহামায়া ইকো পার্কে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানের প্রথমপর্বে দিপংকরের সঞ্চালনায় এবং নুরহোসেন ও নুরনবীর সার্বিক পরিচালনায় কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, বন্ধুদের স্মৃতিচারণ, কেককাটা ও ফটোসেশান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৯ব্যাচের শতাধিক শিক্ষার্থী এবং এসএসসি ব্যাচ মিরসরাইয়ের খাজা মঈনুদ্দিন, ওহিদুর রহমান সহ ব্যাচের শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় পর্বে রেজাউল করিম, তারেক নিজামী, বাবু সুনীল, মোহাম্মদ সানাউল্লাহ ও অমৃত দেবনাথকে শিক্ষক সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও পুনর্মিলনীতে বিশেষ অবদান রাখা ৯৯ব্যাচের বন্ধুদেরও সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুইটি।
অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক এবং জোরারগঞ্জ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর নুর হোসেন বলেন জোরারগঞ্জ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সকল ৯৯ব্যাচের বন্ধুদের জন্য সকল পরীক্ষায় ৫০% ছাড় রয়েছে এবং জমির উদ্দিন বলেন সকল বন্ধুকে তার ব্যক্তিগত পক্ষ থেকে কক্সবাজার ভ্রমনে নিয়ে যাবেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			