২০০৯ সালের ভয়াবহ পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে। মর্মান্তিক এই ঘটনার ১৬ বছর পর সরকারিভাবে এ দিনটি পালনের সিদ্ধান্ত এলো। রাজধানীর পিলখানায় সংঘটিত সেই ভয়াবহ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদ হয়েছিলেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি দিনটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হবে। তবে এটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২১ অক্টোবর ২০২৪ তারিখের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দিনটিকে।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে।