আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
এই মুহূর্তে আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। যেখানে অংশ নিচ্ছে চারটি দল—কানাডা, বারমুডা, কেইম্যান দ্বীপপুঞ্জ এবং বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হচ্ছে। ফলে প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ছয়টি।
ঘরের মাঠ ম্যাপল লিফ গ্রাউন্ডে দুর্দান্ত ফর্মে রয়েছে কানাডা। তারা নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে, সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বারমুডার সংগ্রহ ৬ পয়েন্ট। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। আজ এই দুই দল মুখোমুখি হবে। তবে ম্যাচটি জিতলেও বারমুডা পৌঁছাতে পারবে না কানাডার পয়েন্টের কাছাকাছি—তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৮।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কায়, ফেব্রুয়ারি-মার্চ মাসে। ২০২৪ আসরের মতো এবারও অংশ নেবে ২০ দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। পাশাপাশি ২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। কানাডা হলো ১৩তম দল, যারা বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে।
এখনো বাকি রয়েছে সাতটি দল। তারা আসবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব থেকে—ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে দুটি করে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল। এই অঞ্চলগুলোর চূড়ান্ত বাছাইপর্ব হবে আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে।