২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ: জানুন কখন কোথায় থাকবে লম্বা ছুটি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২০২৫ সালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার ৭৬ দিনের ছুট
২০২৫ সালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার ৭৬ দিনের ছুটি থাকবে। ৩০ ডিসেম্বর, সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে বিশেষ ছুটিগুলোর মধ্যে রয়েছে পবিত্র রমজানের ছুটি, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং গ্রীষ্মকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি। বিশেষ ছুটির তালিকা: ২ মার্চ থেকে রমজানের ছুটি: টানা ২৮ দিন বন্ধ থাকবে স্কুল। ৮ এপ্রিল থেকে ক্লাস শুরু। ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি: ২২ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজায় ৭ দিন ছুটি। প্রতিষ্ঠানপ্রধানের জন্য তিনদিন সংরক্ষিত ছুটি। এছাড়া, অন্যান্য জাতীয় ও ধর্মীয় ছুটিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহম এবং বিভিন্ন আন্তর্জাতিক দিবস। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের জন্য এবারও তিনদিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে।
Aucun commentaire trouvé


News Card Generator