close

লাইক দিন পয়েন্ট জিতুন!

২০ টাকার নোটে মন্দিরের ছবি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ..

Abdur Rahman avatar   
Abdur Rahman
বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত নতুন ২০ টাকার নোটে কান্তজীউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি অন্তর্ভুক্ত করায় দেশের মুসলিম জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পূর্বের নোটে মসজিদের ছবি থাকলেও এব..

 

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত নতুন ২০ টাকার নোটে কান্তজীউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি অন্তর্ভুক্ত করায় দেশের মুসলিম জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পূর্বের নোটে মসজিদের ছবি থাকলেও এবার নতুন নোটে তা বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়ায় সকলে এটিকে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' এবং 'ভারতপ্রীতির প্রকাশ' হিসেবে দেখছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, "৯৭% মুসলমানের দেশে মন্দিরের ছবি টাকায় থাকা মেনে নেওয়া যায় না", "মসজিদের জায়গায় মন্দির? এটা পরিকল্পিত ষড়যন্ত্র", ইত্যাদি। অনেকেই অবিলম্বে নোটের ডিজাইন পরিবর্তনের দাবি জানিয়েছেন।

 

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এসব স্থাপনাও দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হলেও ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় আরও সাবধানতা প্রয়োজন ছিল।

Geen reacties gevonden


News Card Generator