close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

১৮৪ টাকায় পরিবার চলে? বাগান শ্রমিকদের জীবনযাপন নিয়ে সরব জামায়াত প্রার্থী আমিনুল ইসলাম..

Amran Ahmed avatar   
Amran Ahmed
এমরান আহমদ, মৌলভীবাজার (বড়লেখা) প্রতিনিধি

মৌলভীবাজার-১ (বড়লেখা, জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে আমরা জুলুমের শিকার। আমরা ভোট দিতে পারিনি। মুখে গণতন্ত্রের কথা বললেও আমাদের সব স্বাধীনতা হরণ করা হয়েছে। তবে আজকে জাতির সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। যারা জুলাইয়ে যুদ্ধ করেছে, যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, সারাদেশের মানুষ আগামী দিনে তাদেরকেই জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দেখতে চায়। শুক্রবার (৩০ জানুয়ারি) বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা আমিনুল ইসলাম চা-বাগানের শ্রমিকদের জীবনমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে বাগান পরিদর্শনকালে চোখের পানি আটকে রাখতে পারিনি। এখনও কেন বাগানের মানুষ পানির অভাবে মানবেতর জীবনযাপন করবে? এখনও কেন তাদের একটি ঘর ঠিকমতো নেই? ১৮৪ টাকা রোজ দিয়ে বর্তমান বাজারে তারা কীভাবে সন্তানসন্ততি নিয়ে বাঁচবে? তাদের পারিশ্রমিক কেন ৫০০ টাকার বেশি করা হয় না? এই জাতীয় বৈষম্য আগামী দিনের বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। ধনী-গরিবের এই ব্যবধান আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দূর করব।

নিজের রাজনৈতিক ও পারিবারিক অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের ৩৯ বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনারা যদি আপনাদের মতামত দিয়ে আমাকে সংসদে প্রেরণ করেন, তবে আমার সমস্ত আন্তরিকতা দিয়ে বড়লেখা ও জুড়ীর বিশেষ করে এই দক্ষিণভাগ ইউনিয়নের প্রত্যেকটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আব্বা সুজানগর ইউনিয়নের একজন জনপ্রিয় ও ন্যায়পরায়ণ চেয়ারম্যান ছিলেন। তিনি যেভাবে সততার সাথে মানুষের খেদমত করেছেন, আমিও আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখব।

১০ নং দক্ষিণভাগ (দঃ) ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন,  কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছাব্বির আহমদ টিপু, জামায়াত নেতা খিজির আহমদ, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মহসিন আহমদ, ১০ নং দক্ষিণভাগ (দঃ) ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদের সদস্য জালাল আহমদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়সাল আহমেদ, এনসিপি নেতা তামিম আহমদ, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম আজিজ কিবরিয়া, সাবেক বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, চা শ্রমিকদের পক্ষে শিরিশ দাসসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং দাঁড়িপাল্লা মার্কায় ও পাশাপাশি গণভোটে হ্যা তে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator