১৭৭ জনকে নিয়োগ দেবে গণযোগাযোগ অধিদপ্তর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে ১৭৭টি স্থায়ী পদে নিয়োগ। ১৪টি ভিন্ন পদের জন্য আবেদন চলছে, শেষ সময় ২৮ জুলাই বিকেল ৫টা।..

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গণযোগাযোগ অধিদপ্তরে এবার ১৪টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, বিশেষ করে যারা স্থায়ী ভিত্তিতে চাকরি খুঁজছেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (২টি পদ)

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

  • বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী (৩টি পদ)

  • সংগীতে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি

  • বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

সাউন্ড মেকানিক (৪টি পদ)

  • ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স

  • বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

ড্রাইভার (২২টি পদ)

  • এসএসসি ও ভারী মোটরগাড়ির ড্রাইভিং লাইসেন্স

  • বাস্তব অভিজ্ঞতা আবশ্যক

  • বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪০টি পদ)

  • এইচএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

হিসাব সহকারী (২টি পদ)

  • বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে এইচএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

ঘোষক (১৮টি পদ)

  • এইচএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

স্টোর অ্যাসিস্ট্যান্ট (২টি পদ)

  • এইচএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

মোটর মেকানিক (১টি পদ)

  • এসএসসি (ভোকেশনাল) অথবা সংশ্লিষ্ট ট্রেড কোর্স

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

ফ্লুট প্লেয়ার (১টি পদ)

  • এসএসসি উত্তীর্ণ ও সংগীত জ্ঞান আবশ্যক

  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

সহকারী সাইন অপারেটর (১টি পদ)

  • এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৮,৮০০–২১,৩২০ টাকা

এপিএই অপারেটর (২২টি পদ)

  • এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৮,৮০০–২১,৩২০ টাকা

অফিস সহায়ক (৩৩টি পদ)

  • এসএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

নিরাপত্তা প্রহরী (২৬টি পদ)

  • এসএসসি উত্তীর্ণ

  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

প্রার্থীর ধরন:

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল:

ঢাকা (সরকারি কর্মস্থল অনুযায়ী)

বয়সসীমা:

২০২৫ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় ৩০০x৩০০ পিক্সেলের ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

  • ১ থেকে ১০ নং পদের জন্য: ১১২ টাকা

  • ১১ থেকে ১৪ নং পদের জন্য: ৫৫ টাকা
    (টাকা জমা দিতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে, আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে)

২৮ জুলাই ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যারা সরকারি চাকরি খুঁজছেন এবং সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদি নিরাপত্তা চান, তাদের জন্য গণযোগাযোগ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ। সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন এবং সরকারি চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিন।

Aucun commentaire trouvé