ফরহাদ হোসেন, মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার রাবালীপোল সংলগ্ন স্থানে এক নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, শিশুটিকে কিছুক্ষণ আগেই পথের ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে মানবিক কারণে শিশুটিকে নিজ আশ্রয়ে নেন স্থানীয় এক দোকানদার খোরশেদ আলম। বর্তমানে শিশুটি তাঁর তত্ত্বাবধানে রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দেখতে ভিড় জমিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। শিশুটির পরিচয় বা অভিভাবকের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এলাকাবাসী।