close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

১০ জনের দল নিয়েই ব্রাজিলের দুর্দান্ত জয়, আর্জেন্টিনারও দাপুটে সাফল্য!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই বাজিমাত করল দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে চি
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই বাজিমাত করল দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। ১০ জন নিয়ে ব্রাজিলের লড়াকু জয় ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ ছিল না। শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। তবে ব্রাজিলের আত্মবিশ্বাস ছিল অটুট। ৭৪ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো একমাত্র ও জয়সূচক গোলটি করেন। প্রথমার্ধেই কাজ শেষ করল আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে নেয়। ৩৫ মিনিটে রিভার প্লেটের উইঙ্গার ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে দেন। এই সুবিয়াব্রে ২০২২ সালে চিলি অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন, তবে আর্জেন্টাইন ফুটবল তাকে হাতছাড়া করতে চায়নি। তাই অনূর্ধ্ব-২০ দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবিয়াব্রের গোলের ৭ মিনিট পরই রিভার প্লেটের আরেক ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৬১ মিনিটে চিলির স্ট্রাইকার হুয়ান রসেল এক গোল শোধ দেন, তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। চ্যাম্পিয়নশিপের বর্তমান অবস্থান এই টুর্নামেন্টে কোনো ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দলের চূড়ান্ত পর্বে লিগভিত্তিক ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। বর্তমানে কারাকাসে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করা কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা (+১)। একই পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল (+১)। আগামী ম্যাচগুলোর দিকে নজর ব্রাজিল ও আর্জেন্টিনার এমন দারুণ শুরু তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। পরবর্তী ম্যাচগুলোয় তারা এই ফর্ম ধরে রাখতে পারলে শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে। এখন দেখার বিষয়, দক্ষিণ আমেরিকার ফুটবলের এই দুই পরাশক্তি কীভাবে তাদের পরবর্তী প্রতিপক্ষদের মোকাবিলা করে। সামনের ম্যাচগুলোর জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উত্তেজনা তুঙ্গে!
No comments found


News Card Generator