
Sumon Sarder
|Subscribers
Liked videos
উল্লাপাড়ায় থানার সামনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ রহমানের উপর হামলার সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।
আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
তারিখঃ ১১ জুন ২০২৫
বাঙালি জাতির ঐতিহ্য, স্মৃতিচারণ, বাঙালির কালচার কে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ১৪৩২ পহেলা বৈশাখে সবাইকে জানাই আবারো নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
একুশে বই ও লোকজ মেলা ২০২৫ #boimela #boimela2025
সৈয়দপুর থেকে দশর্মাল হাইরোটে অ্যাক্সিডেন্ট বিকেল চারটায় ঘটিকায় একজন নিহিত সে ছিল একজন মেয়ে ১৮ থেকে ২০ বছর বয়সঠাকুরগাঁও
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন পরিশেষে পেলেন বহিষ্কারাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সংকট ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর অবস্থান এবং পরিকল্পনার কথা।
.
🔹 পেছনের ১৬ বছর ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক নির্যাতন:
তারিখ: ২৮ জুন ২০২৫ইং
বার: শনিবার
সময়: সন্ধ্যা ০৭.০০টা
.
🔹 প্রধান অতিথিঃ রাশেদুল হাসান রঞ্জন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
যশোর অভয়নগরে গত (২৯ জুন ২০২৫) শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যশোর অভয়নগরের আইকন আসাদুজ্জামান জনি বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক নতুন বাংলাদেশ গড়তে হবে। সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে স্থানীয় তরুণ-তরুণীরা উচ্ছ্বাসের সাথে তার আহ্বানে সাড়া দেন।
একান্ত সাক্ষাৎকার: ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি।
.
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন পরিশেষে পেলেন বহিষ্কারাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সংকট ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর অবস্থান এবং পরিকল্পনার কথা।
.
তারিখ: ২৯ জুন ২০২৫ইং
বার: রবিবার
সময়: সকাল ১১.০০টা
.
🔹 প্রধান অতিথিঃ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
কুষ্টিয়ায় শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত
চৌড়হাস পশ্চিম পাড়া জিকে ক্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অসহায় ভূমীহিন মানুষের আহাজারি।
কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সদস্য হাফিজুর রহমান হাফিজ নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান হাফিজ (২৮) পাবনা জেলার চাটমোহর উপজেলার আহম্মদ আলীর ছেলে। তিনি চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি।
কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে ভোট চুরির নির্বাচন বাতিলের দাবিতে এবং জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে।