
नवीनतम वीडियो
কুতুবদিয়া
(কক্সবাজার) প্রতিনিধি ॥
কক্সবাজার
উপকূলের কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে
১১টি ফিশিং বোট আটক করা হয়েছে। এ সময় ৭৬০ মণ মাছ ও অপরিচিত পরিমাণ অবৈধ জাল জব্দ
করা হয়েছে।
বৃহস্পতিবার
(অক্টোবর ১০, ২০২৫) রাত ৮ থেকে ৯টা পর্যন্ত কুতুবদিয়ার আলী
আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর
লেফটেন্যান্ট কমান্ডার আরমান হোসেন এর নেতৃত্বে পতেঙ্গা নৌ ঘাঁতিতের টহলরত জাহাজ
বানৌজা মহিবুল্লাহ মা ইলিশ রক্ষার জন্য অভিযানে অংশ নেছে।
পরে কুতুবদিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা এর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল
কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, উপজেলা
মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আকতার কামাল।
মোবাইল কোর্টে
১১টি বোটের মালিকদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ ১৪ লাখ ৯০
হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। এছাড়াও উদ্ধারকৃত বেহুন্দি ও অন্যান্য
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কক্সবাজারের কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার দুপুর ২টার পর গভীর সমুদ্রে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসব।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা এলাকার ১৪টি পূজা মণ্ডপের বিসর্জন প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জিয়াদ। এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সজল কুমার শীল, সাধারণ সম্পাদক নিজ্জল শীল, সদস্য কার্তিক শীলসহ অন্যান্যরা।
পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারায় তারা কৃতজ্ঞ।
ডেস্ক নিউজ
জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামাত
কুতুবদিয়া: অবারিত সম্ভাবনার দ্বীপ
নজরুল ইসলাম, কুতুবদিয়া:
ঢেউয়ের গর্জন, দিগন্তজোড়া বালুকাবেলা আর সবুজ ঝাউবন— সমুদ্রবেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার পরিচয় যেন প্রকৃতির রঙে আঁকা এক ক্যানভাস। কিন্তু এ সৌন্দর্য এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। বিশ্ব পর্যটন দিবসের আলোচনায় তাই উঠে এলো কুতুবদিয়াকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি।
২৭ সেপ্টেম্বর, সারা দেশের মতো কুতুবদিয়াতেও পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সোনারতরী ট্যুরিজম ও হোটেল সমুদ্র বিলাসের উদ্যোগে বের হয় র্যালি। পরে এক আলোচনা সভায় বক্তারা দ্বীপের সৌন্দর্য, সম্ভাবনা ও সংকট নিয়ে খোলামেলা মতামত দেন। সভাপতিত্ব করেন সোনারতরী ট্যুরিজমের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খাঁন।
আলোচনায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আরমান হোসেন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, প্রকৌশলী ফরহাদ মিয়া, সাংবাদিক এম.এ. মান্নান,অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
তাঁদের মতে, কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়; এটি এক সম্ভাবনার ভাণ্ডার। বিস্তৃত সমুদ্রসৈকত, ঝাউবন, সূর্যাস্ত আর সাগরের নোনাজল মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অনন্য আবহ। পর্যটনের সব উপাদানই এখানে বিদ্যমান।
কুতুবদিয়া এখনো পর্যটন মানচিত্রে বড় করে উঠে আসেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, যোগাযোগ সমস্যাসহ নানা কারণে এ দ্বীপের সৌন্দর্য পর্যটকদের কাছে পুরোপুরি উন্মুক্ত করা যায়নি। বক্তারা মনে করেন, সরকারি-বেসরকারি উদ্যোগ একসঙ্গে হলে সহজেই গড়ে তোলা সম্ভব আধুনিক সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র।
এমন উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এবং দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় দ্বীপ হবে প্রাণবন্ত। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা, পর্যটন খাত পাবে এক গৌরবময় অধ্যায়।
কুতুবদিয়া শুধু সমুদ্রের বুকে ভাসমান একটি দ্বীপ নয়, এটি হতে পারে দেশের পর্যটন শিল্পের নতুন উজ্জ্বল ঠিকানা। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সেই স্বপ্নকেই আবারও জাগিয়ে তুলেছে। এখন প্রয়োজন শুধু কার্যকর উদ্যোগ আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
লাশ পরিচয় মিলেছে নাম গোফ্ফার পিতা মৃত কফিল গ্রাম বুজরুক বরকতপুর ইউপি পবনাপুর থানা পলাশবাড়ী গাইবান্ধা
ভেগীর ব্রিজ নামক স্থানে পাওয়া গেছে
উপকূলীয় জনপদ কুতুবদিয়ায় শিশুদের পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর২৫) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু এবং ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা।
বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দীন ছোটন বলেছেন মডেল মসজিদ কুতুবদিয়ার সম্পদ। এখানে কোন ধরনের দূর্নীতি অনিয়ম মেনে নেওয়া হবে না। সকল ধরনের নির্মাণ কাজ যথানিয়মে করার অনুরোধ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের গরু গোস্ত ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিয়েছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন। রবিবার বাজার ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গুরু গোস্ত ব্যবসায়ীদের প্রতি কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, গোস্তের বাজারে গুরু আর কুকুর মিলে একাকার হয়ে যায়। কুকুরের কারনে মানুষ বাজারে প্রবেশ করতে পারে না। কসাইদের দায়ের নিচে দেখা যায় কুকুরের মাথা। ফলে ব্যবসায়ীরা গুরুর গোস্ত বিক্রি করছে নাকি কুকুরের গোস্ত বিক্রি করছে বুঝা মুশকিল হয়ে পড়ে। তাই তিনি ব্যবসায়ীদের সর্তক করেন। কুকুর থেকে মুক্ত থাকার জন্য নেটের ব্যবস্থা করতে বলেন। পরিবেশ স্বাস্থ্যকর রাখতে বলেন। নিয়ম মেনে গরু জবাই করতে বলেন। এ ছাড়া গোস্ত ব্যবসায়ীদের যথাযথ লাইসেন্স নিতে একদিন সময় বেঁধে দেন।
৮ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
কুতুবদিয়া প্রতিনিধি
॥
কুতুবদিয়ায় মডেল
মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান রক্ষা না করা, ছাদে সঠিক নিয়মে পানি না দেওয়া এবং
পর্যাপ্ত তদারকির অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, দীর্ঘসূত্রিতার কারণে দেরিতে শুরু হওয়া
এই নির্মাণকাজে গত ১৪ সেপ্টেম্বর মসজিদের ৩ তলার ছাদ ঢালাই করা হয়। নিয়ম অনুযায়ী
ছাদ ঢালাইয়ের পর অন্তত ২৮ দিন পানিতে ডুবিয়ে রাখার কথা থাকলেও কেবল দু’দিন বৃষ্টির পানি জমে ছিল। পরে ৩/৪ দিন
কিছুটা পানি দেওয়া হলেও বেশিরভাগ সময় ছাদ শুকনো ছিল। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা
যায়, বিশাল
ছাদের এক পাশে সামান্য পানি থাকলেও বাকি অংশ শুকিয়ে ফেটে গেছে। এদিকে পিলারের কাজও
দায়সারা ভাবে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বড়ঘোপ বাজার
কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর অভিযোগ করে বলেন,
“মডেল
মসজিদ নির্মাণে সঠিক তদারকির কেউ নেই। ছাদে পানি না দেওয়ায় ফাটল সৃষ্টি হচ্ছে।
আমরা বারবার বললেও ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে ইসলামিক
ফাউন্ডেশনের স্থানীয় কেয়ারটেকার শামসুল আলম বলেন, “অনিয়ম করে দুর্বল মসজিদ নির্মাণ হলে তা
সবার জন্য ক্ষতিকর হবে। এব্যাপারে কোনো ছাড় নেই।”
অন্যদিকে, পানির দায়িত্বে থাকা মিস্ত্রি শাকের
উল্লাহ দাবি করেন, বৃষ্টির
পানিসহ নিয়মিত ছাদে পানি দেওয়া হচ্ছে। তবে কাজ চলমান থাকায় কয়েকটি কাঠামোর বাঁধ
ভেঙে যাওয়ায় কোথাও কোথাও পানি শুকিয়ে গেছে।
সাইট ইঞ্জিনিয়ার
জাকির হোসেন বলেন, “সিডিউল অনুযায়ী কাজ চলছে। পিলারে প্রয়োজনীয় রিংবাঁধন দিয়েই
ফাইনাল কাজ সম্পন্ন করা হয়।”
ঠিকাদারি প্রতিষ্ঠান
মেসার্স ইঞ্জিনিয়ার্স-এর পক্ষে দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান, “পিলারে কখনো দু’একটি রিংবাঁধ গ্যাপ থাকতে পারে। তবে
নিয়মমাফিক কাজই চলছে। রাতে ছাদে পানি দেওয়া হয়।”
স্থানীয়রা বলছেন,
দ্রুত যথাযথ তদারকি
নিশ্চিত না হলে নির্মাণাধীন মডেল মসজিদের স্থায়িত্ব ও মান নিয়ে শঙ্কা থেকেই যাবে।
একজন মহান শিক্ষক নুরুল ইসলাম স্যার। আজ স্যারের জীবন বিপন্ন। জীবনে সুস্থতা আল্লাহর বড় নেয়ামত।আমি সকলের দোয়া চাই; আমাকে ক্ষমা করবেন।
কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেডিকেল গেইট অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন , ইসলামি আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার সেক্রেটারি কে. এম. আশফাক কুতুবী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুতুবদিয়ায় আগমন করবেন। তাঁর আগমন উপলক্ষে শান্তিপূর্ণ জনসমাগম ও নির্বাচনী কর্মসূচি সফল করতে তিনি প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, “আমরা চাই কুতুবদিয়ার মানুষ নিরাপদ পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। সাংবাদিকরা যেন পক্ষপাতহীন ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, যাতে জনগণ ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।”
সম্মেলনে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণের প্রতি হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে আশফাক কুতুবী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থনে হাতপাখা প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে।”
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জলদস্যু দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জেলেদের নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিতকরণে এক সচেতনতামূলক যৌথ আ
কুতুবদিয়া উপজেলায় জলদস্যু দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জেলেদের নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিতকরণে এক সচেতনতামূলক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ সেপ্টেম্বর ৩টায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলি পাড়া, আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুতুবদিয়া থানা, কোস্ট গার্ড ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
ক্যাথোয়াইপ্রু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার ওসি মোঃ আরমান হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জেলেদের নিরাপদ সাগরযাত্রা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং জলদস্যু-মাদক-সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক
সেমা!
কুতুবদিয়ায় বড়ঘোপ ইউপির দায়িত্বভার গ্রহণ করলেন প্রেসক্লাব সভাপতি ছোটন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কুতুবদিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নত ওয়ালা জামায়াত কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শাহজাদা আলহাজ্ব মাওলানা জিল্লুল করিমের সভাপতিত্বে র্যালিটি দরবার মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লেমসি খালি চৌমুহনী, উত্তর ধুরুং বাজার, দক্ষিণ ধুরুং, বড় ঘোপ, আলী আকবর ডেইল হয়ে তাবালের চরে গিয়ে শেষ হয়।
গাড়িবহর ও শোভাযাত্রায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি আহলে সুন্নত ওয়ালা জামায়াতের অনুসারী বিপুলসংখ্যক মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেন।
কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মাওলানা মনিরুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফরিদুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বড়ঘোপ ঘাটে পৌঁছালে অত্র ইউনিয়নের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত এবং আশা প্রকাশ করেন, চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।