Nazrul Islam
Nazrul Islam

Nazrul Islam

      |      

Người đăng ký

   Những video mới nhất

Nazrul Islam
68 Lượt xem · 3 ngày trước kia

⁣কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে সাদাত হোসেন। আটককৃতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনুশিকদারপাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী (২৬)।





‎জানা যায়,বৃহষ্পতিবার (২২ মে) গত রাত দেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার মানিক মিয়ার বসতঘরের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্স।





‎এসময় আটককৃতরা মানিক মিয়ার বসতঘরের পশ্চিমমুখী বারান্দায় খাটের ওপর ইয়াবা সেবন করছিল। পুলিশ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।





‎ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


Nazrul Islam
4 Lượt xem · 9 ngày trước kia

⁣কুতুবদিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী...

Nazrul Islam
31 Lượt xem · 11 ngày trước kia

⁣‎বিষয়: কুতুবদিয়ায় ব্র্যাক কর্মচারী আনসারের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‎কুতুবদিয়ায় ব্র্যাক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মী ও লার্নারদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অর্থ আত্মসাৎ, এবং প্রকল্পের নীতিমালার চরম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরণের অনিয়ম কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

‎অভিযোগের তথ্যগুলো যেহেতু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আনসারের মতো অপেশাদার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস না পায়।


‎একইসঙ্গে লার্নারদের প্রকৃত তালিকা যাচাই, আর্থিক লেনদেনের অডিট, এবং নারী সহকর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।


‎‎এ বিষয়ে ব্র্যাকের কেন্দ্রীয় পর্যায়ে ত্বরিত পদক্ষেপ আশা করা যাচ্ছে।


Nazrul Islam
18 Lượt xem · 13 ngày trước kia

⁣বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১১ জন বোট মালিককে ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।



‎সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। মাছ ধরার সময় ২টি ফিশিং বোট, বিপুল পরিমাণ কারেন্ট ও বেহুন্দী জাল এবং ১২০ কেজি মাছ জব্দ করা হয়।



‎ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, “মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” জব্দকৃত জাল ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Nazrul Islam
17 Lượt xem · 30 ngày trước kia

⁣‎কুতুবদিয়া বড়ঘোপ বাজারে নাজুক স্যানিটেশন পরিস্থিতি: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী





‎কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে পান বাজার এলাকা বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বাজার কমিটি ও উপজেলা প্রশাসনের কোনো নজরদারি নেই। ফলে বাজারের কেন্দ্রস্থলে পানির পাম্প ও নলকূপের আশপাশে জমে উঠেছে আবর্জনার স্তূপ ও পচা নোংরা পানি।





‎বিশেষ করে মাছি-মশার উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই স্থানটি এখন দুর্গন্ধময় ও বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ এই এলাকায় চলাচল করেন, তবুও নেই কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ। বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, “বছরের পর বছর ধরে এই চিত্র দেখে আসছি, কিন্তু কেউ এগিয়ে আসে না।”





‎ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, পানির পাম্পের পাশে ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল, পঁচা-গলা খাবার, ও নর্দমার পানিতে বাজার এলাকা একেবারে নোংরা হয়ে পড়েছে। কোনো সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও নর্দমার পানি একাকার হয়ে যায়।





‎স্থানীয় সচেতন নাগরিক আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।





‎স্থানীয়দের দাবি:





‎বাজারে নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে





‎ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে





‎পানির পাম্প ও আশপাশের এলাকা দ্রুত জীবাণুমুক্ত করা হোক





‎বাজার কমিটিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে








‎এমন অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Nazrul Islam
7 Lượt xem · 1 tháng trước kia

⁣সংবাদ বিজ্ঞপ্তি ঃ-

‎চটগ্রামের সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার


‎চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৫ঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২২-০৪-২৫) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়। অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Nazrul Islam
48 Lượt xem · 1 tháng trước kia

⁣কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।





‎উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ কেটে ফেলে ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাগ ঘরের চাল ও অন্যান্য বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে।

Nazrul Islam
13 Lượt xem · 1 tháng trước kia

⁣কুতুবদিয়ায় বৃষ্টির মধ্যে চলমান রাস্তা সংস্কার কাজ। উপজেলা মেডিকেল গেইট এলাকার ব্যস্ত সড়কে দেখা গেছে এ চিত্র। এমন দায়িত্বহীন কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে।



‎ভিডিও তে দেখা যায়, চারপাশে কাদামাটি। পানি জমে আছে। ভারী বৃষ্টিপাতের সময়েও রোলার দিয়ে পিচ ঢালাইয়ের কাজ চলছে। গরম পিচে বৃষ্টির পানি পড়ার ফলে রাস্তার ওপর ধোঁয়া উঠছে।



‎সচেতন মহল জানিয়েছেন, এ ধরনের কাজ প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে যেমন অকার্যকর, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। ভেজা আবহাওয়ায় পিচ ঢাললে তা যথাযথভাবে জমে না। যার ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার ভেঙে পড়ে।



‎তারা জানান, এই দৃশ্য শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং জনসাধারণের করের টাকার প্রতি অবজ্ঞার প্রকাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সুষ্ঠু পরিকল্পনা ও আবহাওয়ার উপযুক্ত সময় দেখে সংস্কার কাজ চালানো।যাতে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা যায়।

Nazrul Islam
12 Lượt xem · 1 tháng trước kia

⁣কুতুবদিয়ায় গোপন নজরদারি ভিত্তিতে ইয়াবাসহ রেজাউ করিম নামের এক যুবককে আটক করেছে নৌ বাহিনী। বৃহস্পতিবার রাতে উপজেলার মেডিকেল গেট এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করে নৌবাহিনী সদস্যরা।পরে অধিক তদন্তের জন্য তাকে নৌবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জানা যায় না জল করি আস্থা নিয়ে বড় গোপি ইউনিয়নের আরব সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।। স্থানীয়রা জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে আগেও একবার পুলিশের হাতে ইয়াবা সহ আটক হয়েছিল।

Nazrul Islam
6 Lượt xem · 2 tháng trước kia

⁣‎বঙ্গোপসাগর থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী



‎নজরুল ইসলাম, কুতুবদিয়া:



‎বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ একটি মাছ ধরার নৌকা আটক করেছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ এ অভিযান পরিচালনা করে।



‎সূত্র জানিয়েছে, সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী জাহাজ। পরে নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিকভাবে ওই নৌকার গতিপথ রোধ করে এবং তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করে। আটককৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।



‎প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা সকলেই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক এবং অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্যে সাগর পথে যাত্রা করেছিল। নৌকাটিতে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারতো। তবে, বাংলাদেশ নৌবাহিনীর কার্যকর পদক্ষেপের ফলে ওই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।



‎অতঃপর, নৌকাটি এবং আটককৃত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।



‎এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও সমুদ্রপথে চোরাচালান রোধে তারা অবিচলভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Nazrul Islam
5 Lượt xem · 2 tháng trước kia

⁣ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কুতুবদিয়ার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





‎মিছিলে অংশগ্রহণকারীরা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করে এবং ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের ইসরাইলি পণ্যের ডিলারশিপ ত্যাগ করে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


‎‎এক সংহতি সমাবেশে বক্তারা বলেন, "ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধ নির্বিশেষে হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল। বিশ্বনেতারা নীরব থাকলেও আমরা কুতুবদিয়ার মানুষ নিষ্ক্রিয় থাকব না।"

Nazrul Islam
3 Lượt xem · 2 tháng trước kia

⁣জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের নেতৃত্বে তলিয়ে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে সমাবেশ


(প্রেস বিজ্ঞপ্তি):



উপজেলার তলিয়ে যাওয়া বেড়িবাঁধ দ্রুত পুনর্নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে কুতুবদিয়া সদরে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য এইচ.এম. হামিদুর রহমান আযাদ।

সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় বেড়িবাঁধের দুর্বল নির্মাণ ও সংস্কারের অভাবে সামান্য জলোচ্ছ্বাসেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ফসলি জমি ও বসতবাড়ি ডুবিয়ে দেয়। তারা দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে স্থানীয় জনগণের পক্ষ থেকে আরও দাবি উঠেছে—প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, নদী খনন এবং জলনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের।

হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে বলেন, "সরকারের অবহেলায় উপকূলীয় জনপদ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণে বিলম্ব হলে আগামীতে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।"

Nazrul Islam
5 Lượt xem · 2 tháng trước kia

চলন্ত বাসে আগুন

Nazrul Islam
18 Lượt xem · 2 tháng trước kia

⁣সংষ্কার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না-হামিদুর রহমান আযাদ

Nazrul Islam
1,359 Lượt xem · 2 tháng trước kia

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিকেল গড়াতেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে অনেকেই সমুদ্রের কিনারে জড়ো হয়েছেন। কেউ ফুটবল খেলে ব্যস্ত, আবার কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে মগ্ন।

সমুদ্রের শীতল বাতাস ও নান্দনিক পরিবেশ স্থানীয়দের জন্য হয়ে উঠেছে অবসর কাটানোর আদর্শ স্থান। পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও এখানে ভিড় করছেন, যা সৈকতকে করে তুলেছে প্রাণবন্ত।

স্থানীয়রা জানান, কুতুবদিয়ার সৈকতের নির্মল পরিবেশ ও নিরাপত্তা তাদের নিয়মিত আসতে উৎসাহিত করে। তবে, তারা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখারও অনুরোধ জানিয়েছেন।

সন্ধ্যা নামতেই ধীরে ধীরে কমতে শুরু করে ভিড়। তবে প্রকৃতির অমূল্য সৌন্দর্য উপভোগ করতে আগামী দিনেও এখানে ভিড় বাড়বে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা।

Nazrul Islam
4 Lượt xem · 2 tháng trước kia

⁣রমজানের শেষ মুহূর্তে কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে কেনাকাটার ধুম

রমজান মাসের শেষ রবিবার (২৯ রমজান) কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের প্রস্তুতি ও শেষ মুহূর্তের কেনাকাটা করতে স্থানীয়দের উপচে পড়া ভিড়ে বাজারটি প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়রা জানান, বাজারের সরু গলিগুলো পর্যন্ত মানুষে মানুষে পরিপূর্ণ ছিল, ফলে সাধারণ চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল।

বাজারের দোকানিরা জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় তুঙ্গে উঠেছিল। অনেকেই শেষ সময়ে জরুরি জিনিসপত্র কেনার জন্য দৌড়াদৌড়ি করছিলেন। পোশাক, জুতা, খাদ্যপণ্য ও ঈদের অন্যান্য সামগ্রী কেনায় ব্যস্ত ছিলেন ক্রেতারা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, *"প্রতি বছরের মতো এবারও শেষ দিনে বাজারে চাপ বেড়েছে। অনেকেই বেতন পেয়ে শেষ মুহূর্তে কেনাকাটা সেরে নিচ্ছেন। তবে এত ভিড়ে হাঁটতেও কষ্ট হচ্ছিল।"*

বাজার কমিটির সদস্যরা অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নেন। তবে ঈদের আগে এমন চাপ সাধারণ ঘটনা বলে জানান তারা।

ঈদের দিন বাজারটি স্বাভাবিক থাকলেও রমজানের শেষ দিনের এই ভিড় স্থানীয়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

Nazrul Islam
6 Lượt xem · 2 tháng trước kia

⁣পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুতুবদিয়া চ্যানেলের মগনামা-বড়ঘোপ পয়েন্টে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। কোস্টগার্ড কুতুবদিয়ার কন্টিজেন্ট কমান্ডারের তত্ত্বাবধানে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।





‎অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে জমির উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদন্ড এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী জামাল হোসাইন (৩২) এর বিরুদ্ধে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান শেষে ২০টি অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।





‎এ সময় অভিযান দল উভয় পাড়ে যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণ ও স্পিডবোট যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা নিশ্চিত করে। এছাড়া স্থানীয় জেলেদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকিং করে ঈদের সময় চ্যানেলে জাল না বসানোর অনুরোধ জানানো হয়, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।





‎কোস্টগার্ড সূত্রে জানানো হয়, ঈদে নৌযান চলাচলের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Nazrul Islam
21 Lượt xem · 2 tháng trước kia

কক্সবাজারের কুতুবদিয়ায় মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

Nazrul Islam
655 Lượt xem · 2 tháng trước kia

সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখায় টাকা উত্তোলনের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ছিল গ্রাহকের ভিষণ ভীড়। একপর্যায়ে টাকার সংকট দেখা দিলে বড় এমাউন্টের গ্রাহকদের বসিয়ে রাখা হয়। সাধারণ গ্রাহক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিলকে অগ্রাধিকার দিতে দেখা যায়। অনেক গ্রাহক সোনালী ওয়ালেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে নেটওয়ার্ক বিভ্রাটের শিকার হন।ফলে গ্রাহক কিছুটা ভোগান্তির শিকার হন।
ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ঈদের আগে নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই মতে ভল্টের অতিরিক্ত টাকা একদিন আগেই জেলায় পাঠানো হয়েছে।

গ্রাহকদের অভিযোগ,
মূলত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ব্যাংকের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পরিষদসহ বেশ কিছু বিল পাশ করার কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

তবে তাড়াহুড়ো করে ঈদের আগে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় দেওয়ায় মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Cho xem nhiều hơn