Seneste videoer

Abu Rayhan
5 Visninger · 4 dage siden

দিনাজপুর-০২ আসনে জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনামের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন একেএম আফজালুল আনাম।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

একেএম আফজালুল আনাম বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুর-০২ আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

Abu Rayhan
10 Visninger · 17 dage siden

”আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Abu Rayhan
11 Visninger · 20 dage siden

জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী'র উপর হামলার প্রতিবাদে বিরলে বিভিন্ন দলের
বিক্ষোভ মিছিল।

Abu Rayhan
8 Visninger · 1 måned siden

দিনাজপুর–০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ (পিনাক চৌধুরী)–কে পরিবর্তনের দাবিতে স্থানীয়ভাবে অসন্তোষ দেখা দিয়েছে। ওই অসন্তুষ্ট অংশের উদ্যোগে বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় আন্দোলনকারীরা অভিযোগ করছেন—দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তাঁদের মতামত প্রতিফলিত হয়নি এবং নির্বাচনে “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী” চান। এ কারণে তাঁরা ধারাবাহিকভাবে মশাল মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

সমগ্র পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও ভিন্নমত স্পষ্ট হয়ে উঠেছে, যা আসন্ন নির্বাচনে স্থানীয় পর্যায়ের তৎপরতাকে আরও আলোচনায় এনেছে।

Abu Rayhan
6 Visninger · 2 måneder siden

⁣আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই — বিরল–বোচাগঞ্জ–২ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ একে এম আফজালুল আনামের বিশেষ সাক্ষাৎকার।

Abu Rayhan
11 Visninger · 2 måneder siden

⁣দিনাজপুর-২( বিরল বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য গণবিক্ষোভ অনুষ্ঠিত।

Abu Rayhan
22 Visninger · 2 måneder siden

⁣বিরল (দিনাজপুর), শুক্রবার (৩১ অক্টোবর):

হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে বাদ জুমা বিরল বায়তুন নুর (আহলেহাদীছ) জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা মডেল মসজিদ প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, বরং হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের অপকর্মের প্রতিবাদ করছি।”
তারা আরও বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের ঐতিহ্য ও গৌরব।”

সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Abu Rayhan
12 Visninger · 2 måneder siden

⁣দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Abu Rayhan
23 Visninger · 3 måneder siden

দিনাজপুরের বিরলে অটোচালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহর থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে শালবন এলাকায় নিয়ে যায় দুই ছিনতাইকারী।
সেখানে অটোচালককে আঘাত করে অটো ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা।

আহত চালক মোঃ নভেল, সুইহারী এলাকার সুমন ইসলামের ছেলে।
দীর্ঘ চার ঘণ্টা তল্লাশির পর স্থানীয়রা বনের ভেতর থেকে শ্রাবন ইসলাম ও নভেল নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া চলছে, আর আহত চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Abu Rayhan
23 Visninger · 3 måneder siden

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, “বিগত ১৫ বছর দেশে যে নির্বাচন হয়েছে তা ছিল শুধুই প্রহসন। জনগণ আর সেই প্রহসনের নির্বাচন চায় না।” তারা আরও জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক।

কর্মশালায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দায়িত্বশীল কর্মী উপস্থিত ছিলেন।

Abu Rayhan
47 Visninger · 3 måneder siden

⁣বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের আন্দোলন ।

মূল দাবিসমূহ নিম্নরূপঃ

পাঁচ দফা দাবি:
১জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩️অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির ন্যায়বিচার দৃশ্যমান করা।
৫️স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

Abu Rayhan
9 Visninger · 3 måneder siden

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর ঠাটারিপাড়া গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম দাড়িয়া নামের এক ভ্যানচালকের নিজ বসতঘরে হঠাৎ পাওয়া যায় মাছুয়া আলাদ সাপের ২১টি বাচ্চা ও একটি বড় সাপ। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

গ্রামবাসীরা জানান, বসতবাড়ির ভেতর হঠাৎ সাপের আবির্ভাব জনমনে ভয়ের সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Abu Rayhan
26 Visninger · 4 måneder siden

⁣আলু নিয়ে চরম বিপাকে দিনাজপুর বিরলের সাধারণ কৃষক 🥔
সরকারি ঘোষণায় আলুর ন্যায্যমূল্য ২২ টাকা কেজি নির্ধারণ করা হলেও, বাস্তবে কৃষকরা পাচ্ছেন মাত্র ১৩ টাকা কেজি।

শ্রম, সারের দাম, জমি ভাড়া ও পরিবহন খরচ মেটাতে না পেরে কৃষকরা পড়েছেন গভীর সংকটে। ন্যায্য মূল্য না পেলে কৃষকরা আগ্রহ হারাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা।

👉 কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

Vis mere