Raju Mia
Raju Mia

Raju Mia

      |      

Người đăng ký

   Những video mới nhất

Raju Mia
59 Lượt xem · 2 tháng trước kia

⁣লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।




লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মৃত্ আব্দুল করিম (খাজা) এর বাসস্থান যেখানে থাকতেন ছোট ছেলে কামাল হোসেন,
কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় তা বাড়ি মালিক কামাল হোসেন বলতে পারেন না। তিনি সহ তার স্ত্রী ঐ ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে হঠাৎ আগুনের ফট ফট শব্দ শুনে জেগে দেখেন ঘরের চালে আগুন। এতে দু’টি বসতঘরসহ তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।

Raju Mia
12 Lượt xem · 3 tháng trước kia

বর্তমান সময়ে আলোচিত জান্নাতি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জান্নাতির শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন ,ধর্ষণের স্থান পরিদর্শন ও জান্নাতির কবর জিয়ারত করেন।
জনাব,মোঃজাহাঙ্গীর আলম আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সফল চেয়ারম্যান ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।।
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
13 Lượt xem · 3 tháng trước kia

⁣লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী আহত,,, বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
30 Lượt xem · 3 tháng trước kia

শিশু জান্নাতীকে ধর্ষনের পর মূখে মাটি ঢুকিয়ে শাসরূদ্ধ করে মেরে ফেলেন পাশের বাড়ির বেলাল ও তার মা সহ আর তিন জন।
মৃত শিশু জান্নাতির পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্যেশ্যে লালমনিরহাটের ভোটমারীতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর ইসলাম
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
18 Lượt xem · 3 tháng trước kia

⁣সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়:ডাঃ শফিকুর রহমান।


লালমনিরহাট কালীগঞ্জ প্রতিনিধি


অদ্য তারিখে লালমনিরহাট জেলা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Raju Mia
15 Lượt xem · 3 tháng trước kia

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শিশু জান্নাতি কে ধ_র্ষণ ও শাস_রুদ্ধ করে হ_ত্যার প্রতিবাদে মানববন্ধন ও মশাল মিছিলে প্রতিবাদি বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রেসিডেন্ট মোমছেদুল খান বুলবুল

Raju Mia
11 Lượt xem · 3 tháng trước kia

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার রেলগেটে ট্রেন ও অটো সংঘর্ষ।

Raju Mia
20 Lượt xem · 3 tháng trước kia

লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় হত্যা-আটক ০১

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি ১নং ওয়ার্ডে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতী (১১) নামে এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন বেলালা (১৭) একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।
নিহতের মা রেখা বেগম (৩৫) জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামে বাবার বাড়িতে অসুস্থ মাকে দেখার জন্য গিয়েছিলেন রেখা বেগম। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ি থেকে ২০ মিটার দূরে থাকা ভুট্টাক্ষেতে খোজা খুজি করে দেখতে পায় নিহত জান্নাতী (১১) এর মহদেহ। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত জান্নাতী (১১) এর বাড়ীর ঠিক পশ্চিম পার্শে অবস্থিত বেলাল (১৭) নানা বাড়ীতে থাকেন মা সহ। নিহত জান্নাতী (১১) এর মা রেখা বেগম এর বক্তব্য অনুযায়ী তার বড় ছেলের সাথে ঢাকায় বেলালের পূর্ব সত্রুতার জেরে আমার মেয়েকে বেলাল হত্যা করেছে। অদ্য ১৭ ই এপ্রিল আনুমানিক ১.০০ ঘটিকায় এলাকাবসী বেলালের থাকার ঘরবাড়ী পুড়ে দেয় বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের সার্থে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা রুজু করে বেলালের মাকেও আটক করে পুলিশ।

Raju Mia
3 Lượt xem · 4 tháng trước kia

⁣হাতীবান্ধায় নির্যাতিত শিশুর বাড়ীতে ব্যারিস্টার রাজিব প্রধান ।
চিকিৎসা সহ আইনগত সহায়তা করবে বলে জানান তিনি।
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Raju Mia
72 Lượt xem · 4 tháng trước kia

লালমনিরহাটে কালীগঞ্জে লাইসেন্স না থাকায় বিএনপি নেতার ইটভাটার কার্যক্রম বন্ধ করে এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।


বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা দলগ্রাম শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার- সিফাত আনোয়ার তুমপা বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে, মেসার্স এমজেএ ও বিবিএমসি ইটভাটা গুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লী ভেঙে ধ্বংস করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Cho xem nhiều hơn