close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Shorts News Create

হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল,,,

Zihan hasan Ramim

0

1

9

অবৈধভাবে সরকারি মাটি কাটছে বিনোদ দা সালথা নগরকান্দা ফরিদ এবং মসি।

Bablu Munsi

0

0

16

আমিনবাজার ছাত্র সমাজের উদ্যোগে গাজা ইসরাইলি সৈন্যের আগ্রাসন বন্ধে একটি প্রতিবাদ মানবন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে তাদের জন্য দোয়া করা হয়।

Alamin hosen suvo

0

0

17

⁣⁣মাত্র ১৮ বছর বয়স—জীবনের শুরু, স্বপ্ন গড়ার সময়। অথচ এ বয়সেই এক তরুণ এমন এক নির্মম সিদ্ধান্ত নিল, যা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে। আত্ম*হত্যা—এটা কোনো সমাধান নয়, বরং এক চরম পরিণতি। কিন্তু কী এমন কষ্ট ছিল তার জীবনে, যা তাকে এত বড় এক নিকৃষ্ট পথ বেছে নিতে বাধ্য করলো?

ছেলেটির বাবা নেই। পরিবারে ছিল শুধু মা ও এক বোন। সংসারের বড় সন্তান হিসেবে হয়তো দায়িত্বের ভারটাই বেশি অনুভব করতো। কে জানে—কোনো চাপ, অপমান, হতাশা বা অভাব তাকে ভিতর থেকে এমনভাবে ভেঙে দিয়েছে, যার বোঝা সে আর বহন করতে পারেনি।

সে নিজের জীবনটা শেষ করে দিলো ঠিকই—কিন্তু পেছনে রেখে গেলো এক অসহায় মা, যার বুকটা আজ ফেটে চৌচির, আর এক ছোট বোন, যার ভরসার একমাত্র মানুষটাকেও কেড়ে নিলো এই নিষ্ঠুর বাস্তবতা। সে নিজের জীবন দিয়ে নিজের প্রিয়জনদেরও যেন জীবন্ত লাশ বানিয়ে গেলো।

জানি না, কী সেই অজানা কষ্ট, কিন্তু এটুকু জানি—কাউকে হারানোর ব্যথা সারা জীবনের জন্য রয়ে যায়। জীবন যতই কঠিন হোক, বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় সাহস। কেউ যদি আগে পাশে দাঁাতাতো, একটু বোঝাতো—হয়তো আজ গল্পটা অন্যরকম হতো।

Farhad Ahmad

0

1

16

⁣কালিয়াকৈরে বৃষ্টি বিঘ্নতার মাঝেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মীসভা অনুষ্ঠিত।


গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো গঠনকল্পে ৩১ দফার আলোকে কর্মীসভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হয়।মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল"সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির খান' শ্রম বিষয়ক সহ সম্পাদক,বি.এন.পি কেন্দ্রীয় কমিটি,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,জনাব সাইজুদ্দিন আহমেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি.. আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

SM Shakil Ahamed

0

0

2