গরমের তাপমাত্রা অতিরিক্ত, আমাদের ঘরবাড়ি টিনের, ভ্যান চালানোর পাশাপাশি, একটু বিশ্রাম নেওয়ার জন্য, গাছ তলায় এসে বসে থাকি। এই গরমে বের হতে ভালো লাগে না কিন্তু কি করব, পেট আছে ঘরে বউ বাচ্চা আছে। আমি ইনকাম না করলে তারা কি খাবে।
6
0
0
15
ভয়কে জয় করো
8
0
1
17
কুতুবদিয়া প্রতিনিধি:
রবিবার (৬জুলাই) বিকেলে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র সৈকতে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে কুতুবদিয়া উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করেছে। খেলার শুরুতে মহেশখালী উপজেলা ১ -০ গোলে এগিয়ে থেকে পরে ২-১ গোলে হেরে যায়। মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এদিন উভয় দল বৃষ্টিস্নাত এক মনোমুগ্ধকর খেলা উপহার দেয় দর্শকদের।
2
0
0
5
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে ফুটে থাকা রঙিন ফুল যাত্রাপথকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। প্রকৃতির এই সৌন্দর্য কি আপনাকেও মুগ্ধ করেছে?