ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Shorts Skapa
 
			
		 
			
		সেন্টমার্টিনে কেন রাতে থাকা যাবে না  সেই বিষয়ে বললেন পরিবেশ উপদেষ্ঠা রেজোয়ানা । 
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে সেন্টমার্টিনে রাতের বেলা থাকা যাবে না কারণ সেখানে অনিয়ন্ত্রিত পর্যটকের যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, দূষণ এবং অসচেতন আচরণের কারণে দ্বীপের প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাল ধ্বংস হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দ্বীপের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
 
			
		#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
 
			
		টাকা ফেরত পাওয়ার দাবীতেশ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্লাবে ৩মে'২৫ শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর পুত্র রেজাউল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।   লিখিত বক্তব্যে তিনি বলেন তার বাড়ীর পার্শ্বে মোঃ কামাল হোসেন তাকে চার লক্ষ ত্রিশ হাজার টাকা চুক্তিতে কুয়েতে নিয়ে যায় ৩১ মার্চ।  কুয়েতে যাওয়ার পর তাকে আর এক দালালের কাছে হস্তান্তর করেন।  উক্ত দালাল বাড়ী থেকে তাকে ৫০ হাজার টাকা আনতে বলেন।    তাকে দাবীকৃত টাকা না দিতে পারায় প্রায়ই অত্যাচার করত। ১ মাস থাকার পরও কোন প্রকার কাজ বা কাগজপত্রাদি দেয় নাই।   পরবর্তীতে ২৮ এপ্রিল তাকে দেশে পাঠায়।  রেজাউল করিম বলেন তার ভাড়ায় চালিত মাইক্রো বিক্রী করে টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য।   বর্তমানে কোন কাজ নাহওয়ায় সমগ্র টাকা ফেরত পাওয়ার দাবীতে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  


 
			
		

 
			
		
