ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
短裤 创造
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ | Tree Plantation by Uttara Bhaluka Samiti
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়। এই ভিডিওতে দেখুন কীভাবে এই উদ্যোগটি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করছে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখছে।
Subscribe for more community-centric videos
Cover Topic -
Bhaluka, Bhaluka Upazila, Mymensingh, Uttara Bhaluka Samiti, Tree Plantation, Fruit Tree Distribution, Environmental Protection, Student Engagement, Community Service, ভালুকা, ভালুকা উপজেলা, ময়মনসিংহ, উত্তরা ভালুকা সমিতি, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, ফলজ গাছ, Info Today Bangla, PuloKito, Info Today, Bangla News,
#bhaluka #treeplantation #communityservice #infotodaybangla #pulokito #mymensingh #uttora
অবশেষে গানটি পূর্ণতা পাইলো!
https://ekhon.tv/national-news..../6911b6d3a293882965c
https://ekhon.tv/feature/690f283dbc35ba29c69b553c
https://ekhon.tv/feature/691083b516c781a8ea077bbe
https://ekhon.tv/information-t....echnology/6905eaadaf
https://ekhon.tv/feature/bank/....68f894ea6cd922e68a49
https://ekhon.tv/travel-and-to....urism/68fcd5552182e8
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে ভাড়রা ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ভাড়রা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, ভাড়রা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এবং ভাড়রা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদলের সভাপতি মো. আজিম মিয়া।
বক্তারা বলেন, "ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের একাংশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভাড়রা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু জাফর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান সাহাব মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি সদস্য দিদারুল আলম চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপি সদস্য এডভোকেট নুরুল করিম এরফান। মীরসরাই উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের তসলিম উদ্দিন। ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস করিম চৌধুরী। ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল মিয়া। বিএনপি নেতা আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল, ছাত্রদল, যুবদল ও আরো বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন। এই সময় প্রধান অতিথি তার এক বক্তব্যে বলেন ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নেমেছিলেন, যার ফলে তারা পেয়েছিলেন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার স্থান।
এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, সমাজের অগ্রগতি ও উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেন শ্রমিকদের যথাযথ সম্মান, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকি। সেটিই হোক আজকের অঙ্গীকার।



