Shorts Skapa
মোঃ খালেদ মোশাররফ সোহেল,
জেলা প্রতিনি বরগুনা।।
"আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত"
‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’ এই স্লোগান নিয়ে আমতলীতে বুধবার সকাল ১১ টায় পৌরসভা চত্ত্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঘন্টাব্যাপী এক মাববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এনএসএস কর্তৃক এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
নলছিটিতে পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষক গুরুতর আহত
ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মারাত্মক গাফিলতির কারণে একজন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সিঁড়ির নিচে ঝুলে ছিল। বিষয়টি স্থানীয়রা সকালেই পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও, সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কৃষকটি ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা আহত কৃষককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।




