লাইক দিন পয়েন্ট জিতুন!
Shorts Skapa
 
			
		 
			
		একবার দেশ ছাড়তে পারলে পুরো গুষ্টির রানী বানামু আমার আম্মুর  
#foryou 
 
#relationshipgoals 
 
#trendingnow 
 
#nibba 
 
#instagramreels 
 
#foryoupage 
 
#truelove 
 
#pookie #lover 
 
#instamood
 
			
		কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি, 
১১ জুন ২০২৫: 
 
 
 
কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার 
ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলমকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার 
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
 
 
বুধবার সকাল দশ টায় ধুরুং বাজার সড়কে স্থানীয় ব্যবসায়ী 
ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার কয়েক শতাধিক 
ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। 
 
 
 
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার 
ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল আজাদ। সমাবেশে 
বক্তারা বলেন, “ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে মারধর করার মত ঘটনা 
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে 
হবে।” 
 
 
 
বক্তারা আরও জানান, যদি 
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পরবর্তী 
সময়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। 
 
 
 
স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী 
জানানো হয়, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে 
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			
		
 
			
		

 
			
		