Shorts Créer

⁣⁣বকশীগঞ্জ
বাট্রাজোর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল ইসলাম টুটুলের ভাইরাল
ভিডিও বিষ‌য়ে বক্তব‌্য রা‌খেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম
প্রিন্স । যা সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Ratan Entiser

0

0

4

নাটোরে বাণিজ্য মেলা।

Md Siyam

0

0

19

⁣আমার বোন সব সময় অ্যালার্মের মতো বাজতে থাকত।

Mamun Sorder

0

0

1

৩৬ জুলাই এর গণঅভ্যুত্থান কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্য শাহবাগে মেট্রোরেল এর পিলারে যুবদলের গ্রাফিতির কাজ চলছে।

Abdullah Ibne Khalid

0

0

23,694

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য কে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা । বাংলাদেশি নাগরিকদের বুধবার দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।

দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল, মুরাদের স্ত্রী সাগরিকা বেগম মুরাদের ২'ছেলে রমজান মোড়ল ও মোঃ মুসকান মোড়ল এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।


পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫'জন শিশু নারী পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।

Abu Raihan

0

0

6

⁣হাফেজ মাওলানা আবু রায়হান
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:

বৃষ্টির তোয়াক্কা না করে নান্দাইল উপজেলার সচেতন জনতা আজ নেমে আসে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখার আয়োজনে আজ ৫ আগস্ট সোমবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নান্দাইল নতুন বাজার, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে আচারগাঁও ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Muhammad Abu Raihan

0

0

3,708