খেটে খাওয়া মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, গত নয় মাসে তার কিছুই পূরণ হয়নি চোখে, পড়েনি কোন উল্লেখযোগ্য পরিবর্তন। তাই এখন মানুষ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন।
রাঙ্গামাটির বঘাইছড়িতে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড় জমেছে পাহাড়িদের।