ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
السراويل القصيرة خلق
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ২৮ জুলাই ২০২৫, সোমবার, সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নেতৃত্বে এই ফোনগুলো মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আইএমইআই ট্র্যাকিং ও সিইআইআর পোর্টালের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। এই উদ্যোগ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। Watch this video to learn more about this remarkable police operation! #mobilerecovery #policesuccess
tags:
হালুয়াঘাট, ধোবাউড়া, মোবাইল ফোন উদ্ধার, তথ্য প্রযুক্তি, পুলিশ অভিযান, ময়মনসিংহ, সাগর সরকার, আইএমইআই ট্র্যাকিং, সিইআইআর, জনগণের আস্থা, Mobile Recovery, Police Operation, Bangladesh News, Technology in Policing,
#হালুয়াঘাট #ধোবাউড়া #মোবাইলউদ্ধার #পুলিশসাফল্য #তথ্যপ্রযুক্তি #ময়মনসিংহ #mobilerecovery #policeoperation #bangladeshnews #technology
মাধবপুরে বেড়া দিয়ে রাস্তা দখল, গৃহবন্দী ১০ পরিবার!
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে রাস্তা দখল করে বেড়া দেওয়ায় প্রায় ১০টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।
জানা গেছে, দীর্ঘ দুই যুগ ধরে গ্রামের মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন, আব্দুল গফুর ও সুলেমান মিয়া সেটি জবরদখল করে বন্ধ করে দিয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ১০ পরিবার। অভিযুক্তরা মালিকানার দোহাই দিলেও দলিলপত্রে এটি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে।"
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন। শুধু চলাচলই নয়, শৌচাগারের নোংরা পানি নিষ্কাশনেও বাধা সৃষ্টি হচ্ছে। এতে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদ করলে হামলা-মামলা ও নানা হুমকি দেওয়া হচ্ছে।"
ভুক্তভোগী জানান, আমরা গৃহবন্দী হয়ে পড়েছি। কথা বললেই হামলার শিকার হতে হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"




