close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Corti Creare

⁣গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”

এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”

ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।

বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

HasanHadi

0

0

5

⁣যমুনা নদীতে ২৭ জন যাত্রী নিয়ে তলিয়ে গেল স্পিডবোট কাজিরহাট-আরিচা রোড়ে।

Mirza Mizanur Rahman Mizan

0

0

16

⁣কাপাসিয়ার ফকির মজনু শাহ ব্রিজের মোড়ে গাড়ির কাগজপত্র চেক করার নামে প্রতিদিনই পুলিশের ঘুষ বাণিজ্য মানুষ অতিষ্ঠ হয়ে যায় তারই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে এক গাড়ি র কাগজপত্র চেক করার সময় পুলিশের সাথে ড্রাইভার এর তরকাতর কি হয় একপর্যায়ে পুলিশ ওই ড্রাইভারকে মারদোর শুরু করে তখন স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন। গাড়ির কাগজপত্র চেক করা নামে ঘুষ বাণিজ্য বন্ধ হোক।

Al Mamun Gazi

0

1

18

আজকের ঢাকা

Akm Kaysarul Alam

0

1

16

সকাল থেকে আবহাওয়া খুব ভালই ছিল হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো ১মিনিটেই আবহাওয়া পরিবর্তন

Liton Das

0

0

1,135

⁣🌿 চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য, শান্ত পরিবেশ আর দিগন্তজোড়া সবুজে ঘেরা এই রাস্তাটি সত্যিই মুগ্ধ করার মতো। পথের দু’পাশে গাছপালা, হালকা বাতাস আর নীরবতার মাঝেই যেন খুঁজে পাওয়া যায় প্রশান্তি। ভ্রমণপিপাসু কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ অনুভূতি, যেখানে প্রতিটি মুহূর্ত হৃদয়কে ছুঁয়ে যায়।

Md Hamidul Islam

0

0

13