निकर सृजन करना
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই আদালত।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২২জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন।
আদালতে অপরাধী মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল হাসেম জানান, অভিযুক্ত সাগর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল।মাদকাসক্ত ছেলে সাগর তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো।২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে খুন করে সাগর।তার মামা ইউনুস মিয়া সাগরকে আসামি করে খুনের মামলা করেন।
স্বেচ্ছাসেবকদের তীব্র প্রতিবাদে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্রদল ও বিএনপির নেতা | Milestone
ভিডিওতে নামটি ভুল হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশোধন করে নামটি হবে “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি”। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। আপনাদের সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।
হাসপাতালে ছাত্রদল-বিএনপি নেতাদের বিতর্কিত ঘটনা! রাকিবুল ইসলাম রাকিব, রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বেচ্ছাসেবকদের প্রতিবাদের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য। এই Breaking News-এর বিস্তারিত জানতে পোস্টটি শেয়ার করুন। #bnpnews #chhatradal #politicalcontroversy
Dhaka Plane Crash 2025,
Bangladesh Air Force Crash,
উত্তরা খবর,
বিমান বাহিনী দুর্ঘটনা,
Milestone School Tragedy,
বাংলাদেশ খবর,
Uttara Plane Crash,
দিয়াবাড়ি খবর,
Bangla News,
শোকাবহ ঘটনা,
ছাত্রদল,
বিএনপি,
হাসপাতাল ঘটনা,
জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সাদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।
আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ।


