ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Quần short Tạo ra

মুসিয়ালা ভয়ংকর ইনজুরি! কত মাস থাকতে হতে পারে মাঠের বাইরে! | Jamal Musiala Injury Update
বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য এক বিশাল দুঃসংবাদ—জামাল মুসিয়ালা গুরুতর চোট পেয়ে প্রায় ১ বছর মাঠের বাইরে থাকছেন।
২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে খেলার সময়, গোলরক্ষক দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে যায় এবং লিগামেন্ট ছিঁড়ে যায়।
২২ বছর বয়সী এই মিডফিল্ডার মাত্র ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন, কিন্তু আবারও তাকে পড়তে হলো বড় ধাক্কায়।
বায়ার্ন মিউনিখ ম্যাচটি ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, আর কোচ কোম্পানি ও স্পোর্টিং ডিরেক্টর ফ্রয়েন্ড জানান—মুসিয়ালাকে দীর্ঘদিন পাচ্ছে না ক্লাব।
মুসিয়ালার ইনজুরি কেবল ক্লাবের নয়, জার্মান জাতীয় দলের পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলবে।
ভিডিওটি পুরো দেখুন এবং জানুন মুসিয়ালার ইনজুরির সবশেষ আপডেট এবং ভবিষ্যৎ সম্ভাবনা।
📅 ইভেন্ট তারিখ: ৬ জুলাই ২০২৫
🏟 ম্যাচ: Bayern Munich vs PSG – FIFA Club World Cup 2025
📍 স্থান: Mercedes-Benz Stadium, Atlanta, USA
🔔 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফুটবলের সব হট আপডেট পেতে!
Cover Topic -
মুসিয়ালা ইনজুরি, Jamal Musiala Injury, Bayern Munich Injury News, Bayern vs PSG 2025, FIFA Club World Cup 2025, Musiala Broken Ankle, Musiala Fibula Injury, Musiala Out for Season, Musiala Comeback, PSG vs Bayern Highlights, Musiala Career Threat,
#musiala #musialainjury #bayernmunich #psg #clubworldcup2025 #footballnews #jamalmusiala #musialaupdate #musialacomeback #musialaout #fifaclubworldcup

সংঘর্ষের পর কালীগঞ্জে পরিবার ঘরছাড়া১৫০০, ৩ নং নম্বর কোলা ও ২ নং জামাল ইউনিয়ন
সংবাদ সম্মেলনে দাবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় গত ১ জুন আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। এর পর পর থেকেই জামাল ইউনিয়নের ২০টি গ্রামে দুই শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে গতকাল বুধবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে দাবি করা হয়, ইউনিয়নটির ২০টি গ্রামের ১ হাজার ৫০০ পরিবার বর্তমানে ঘরছাড়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ৩০ ও ৩১ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি নেয় স্থানীয় বিএনপি। ২নং জামাল ইউনিয়নও কর্মসূচি নেয়। কিন্তু কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মোল্লা ও ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামি আলাউদ্দিন আলা এবং সাবেক
জামায়াত নেতা ইউনুস আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
তিনি বলেন, ৩১ মে রাতে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে দফায় দফায় তারা মিটিং করতে থাকে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করার জন্য। বিষয়টি বিএনপি নেতারা ওসিকে জানালেও তিনি আমলে নেননি। রাত ।। রাত থেকে শুরু করে সংঘর্ষের দিন সকাল ৭টা পর্যন্ত দফায় দফায় প্রশাসনের শরণাপন্ন হওয়া সত্ত্বেও কোনো সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে ও পুলিশ মোতায়েন করলে এই সংঘর্ষ এড়ানো যেত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী
জিন্নাহসহ অন্যরা।
অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সংঘর্ষের ঘটনা আগে থেকে কোনোকিছুই আমরা জানি না। জানামাত্রই আমি ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যাই।