লাইক দিন পয়েন্ট জিতুন!
Shorts News Create

মুসিয়ালা ভয়ংকর ইনজুরি! কত মাস থাকতে হতে পারে মাঠের বাইরে! | Jamal Musiala Injury Update
বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য এক বিশাল দুঃসংবাদ—জামাল মুসিয়ালা গুরুতর চোট পেয়ে প্রায় ১ বছর মাঠের বাইরে থাকছেন।
২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে খেলার সময়, গোলরক্ষক দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে যায় এবং লিগামেন্ট ছিঁড়ে যায়।
২২ বছর বয়সী এই মিডফিল্ডার মাত্র ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন, কিন্তু আবারও তাকে পড়তে হলো বড় ধাক্কায়।
বায়ার্ন মিউনিখ ম্যাচটি ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, আর কোচ কোম্পানি ও স্পোর্টিং ডিরেক্টর ফ্রয়েন্ড জানান—মুসিয়ালাকে দীর্ঘদিন পাচ্ছে না ক্লাব।
মুসিয়ালার ইনজুরি কেবল ক্লাবের নয়, জার্মান জাতীয় দলের পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলবে।
ভিডিওটি পুরো দেখুন এবং জানুন মুসিয়ালার ইনজুরির সবশেষ আপডেট এবং ভবিষ্যৎ সম্ভাবনা।
📅 ইভেন্ট তারিখ: ৬ জুলাই ২০২৫
🏟 ম্যাচ: Bayern Munich vs PSG – FIFA Club World Cup 2025
📍 স্থান: Mercedes-Benz Stadium, Atlanta, USA
🔔 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফুটবলের সব হট আপডেট পেতে!
Cover Topic -
মুসিয়ালা ইনজুরি, Jamal Musiala Injury, Bayern Munich Injury News, Bayern vs PSG 2025, FIFA Club World Cup 2025, Musiala Broken Ankle, Musiala Fibula Injury, Musiala Out for Season, Musiala Comeback, PSG vs Bayern Highlights, Musiala Career Threat,
#musiala #musialainjury #bayernmunich #psg #clubworldcup2025 #footballnews #jamalmusiala #musialaupdate #musialacomeback #musialaout #fifaclubworldcup

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মাহমুদপুর এলাকায় উঁচু ভিটার মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে
ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী বিরুনীয়া ইউনিয়নের সাবেক মেম্বার মকবুল হোসেন বলেন , মাহমুদপুর গ্রামে পৈতৃক উঁচু ভূমিতে বাগান এবং ফসলী জমি থেকে বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগানের নেতৃত্বে মাটি কেটে নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়। গত ৬ মার্চ মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে নিয়ে সাবেক এক চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং ভিডিও ধারণ করে। পরে ৮ মার্চ রাতে রিগান ও জ্বন সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা করে। এতে মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামানের স্ত্রী বালিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন জানান, রিগান ও জন ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিচ্ছে। ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা তাদের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি।

হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।
আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
তারিখঃ ১১ জুন ২০২৫