ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Şort oluşturmak
কুতুবদিয়া প্রতিনিধি:
রবিবার (৬জুলাই) বিকেলে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র সৈকতে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে কুতুবদিয়া উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করেছে। খেলার শুরুতে মহেশখালী উপজেলা ১ -০ গোলে এগিয়ে থেকে পরে ২-১ গোলে হেরে যায়। মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এদিন উভয় দল বৃষ্টিস্নাত এক মনোমুগ্ধকর খেলা উপহার দেয় দর্শকদের।
আমার নেতা শহীদ জিয়াউর এ দেশের স্বাধীনতার ঘোষণা করছে!ফাইজলামি করতে আমরা বিএনপি করি না! আমরা দেশের অতন্ত্র প্রহরী,এই দেশ'কে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীদল,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ করেছে ৯০ এর ম্যাডাম খালেদা জিয়া করেছে ২৪ শে আমার নেতা বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে - কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ফজলে হুদা বাবুল।





