close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
短裤 创造

কুতুবদিয়া প্রতিনিধি:
রবিবার (৬জুলাই) বিকেলে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র সৈকতে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে কুতুবদিয়া উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করেছে। খেলার শুরুতে মহেশখালী উপজেলা ১ -০ গোলে এগিয়ে থেকে পরে ২-১ গোলে হেরে যায়। মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এদিন উভয় দল বৃষ্টিস্নাত এক মনোমুগ্ধকর খেলা উপহার দেয় দর্শকদের।

দক্ষিন কেরানীগঞ্জ এর রাজাবাড়ী এলাকা থেকে রফিক নামের এক যুবকের লা/শ উদ্ধার করেছে পুলিশ। তার দেশের বাড়ি কুড়িগ্রামে। জানা গেছে, তিনি স্থানীয়ভাবে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

注释
显示更多