লাইক দিন পয়েন্ট জিতুন!
Celana pendek Membuat

কালীগঞ্জ উপজেলার ব্যাঙের হাটে জামিরবাড়ী জামে মসজিদে সমাজবাসাীর সাথে দোয়া ও ইফতার মাহফিলে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের তথা লালমনিরহাটের কৃতি সন্তান জনাব, ড. রোকনুজ্জামান রোকন, গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ও সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ রংপুর বিভাগ। তিনি রমজান মাসের ফজিলত নিয়ে ব্যাপক আলোচনা করে গরীব মেহনতি মানুষের পাশে দাড়েতে আহবান করেন উপস্থিত সকলকে। ভোটমারী ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীদের সংঙ্গবদ্ধ ভাবে মিলেমিশে দলীয় কাজ করার আহবান জানান।

জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে। এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবি: Tragic Death of Two Teens | Kapasia Boat Accident 2025
১ আগস্ট ২০২৫, গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে নৌকাডুবির ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাইজীদ হাসান (১৭) ও মাহিম গাজী (১৬) বন্ধুদের সাথে শাপলা দেখতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। Local residents attempted to rescue them, কিন্তু বাইজীদ ঘটনাস্থলেই মারা যান, আর মাহিমকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। এই heartbreaking incident নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।
Subscribe and share for more updates
Cover Topic -
কাপাসিয়া নৌকাডুবি, শাপলা বিল দুর্ঘটনা, গাজীপুর খবর, Kapasia Boat Accident, Baijid Hasan, Mahim Gazi, Tragic News Bangladesh, Bangladesh News 2025, শোকবার্তা, Breaking News, Local News, গাজীপুর কাপাসিয়া, Shapla Bil Tragedy, Bangladesh Accident, Info Today Bangla, Info Today,
#কাপাসিয়া #শাপলাবিল #নৌকাডুবি #গাজীপুর #kapasiaboataccident #bangladeshnews #tragicnews #baijidhasan #mahimgazi #shaplabil #breakingnews2025 #localnewsbd #গাজীপুরখবর
