লাইক দিন পয়েন্ট জিতুন!
شلوار کوتاه ایجاد کردن

হাফেজ মাওলানা আবু রায়হান
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
বৃষ্টির তোয়াক্কা না করে নান্দাইল উপজেলার সচেতন জনতা আজ নেমে আসে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখার আয়োজনে আজ ৫ আগস্ট সোমবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নান্দাইল নতুন বাজার, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে আচারগাঁও ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।


লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ২নং ওয়ার্ড তথা মৌজা শাখাতীর বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ তুলেছে যে, ভূমি দস্যু রওশন বাহিনী প্রতিনিয়ত জবর দখল সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মোহাম্মদ আলী লালমনিরহাট জেলা জজ কোটে মামলা নং এমআর ৩৬৯/২৫(কালী), অজেম্যাজি-আ/৯৫৬/২৫ তাং /৯/২৫ইং দায়ের করেন। দায়েরকৃত মামলায় ১৪৪/১৪৫ ধারা জারী থাকলেও পুলিশি কোন সহায়তা পাননি বলে জানান তিনি। অদ্য ২৩ইং সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় রওশন বাহিনী দেশীয় অস্ত্র/লাঠিশোঠা নিয়ে এসে আমাদের উপর আক্রমন করিলে আমরা কালীগঞ্জ থানায় অবগত করি থানা থেকে কোন সারা পায়নি আমরা। অতঃপর আমাদের পিটিয়ে গুরতর যখম করে ট্রাকক্টর দিয়ে মাটি/বালু উত্তলন করে নিয়ে যায়। ইতঃপূর্বে ভেকু দিয়ে মাটি উত্তলনের চেষ্টা করলে আমরা উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লেখিত অভিযোগ করিলে ভেকু সরিয়ে নিয়ে যায়। আজ তা আবার পুনরাবৃত্তি ঘটেছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে বাধা দিয়ে গেলেও সন্ত্রাস বাহিনী মাটি/বালু উত্তলন করে ট্রাকক্টর দিয়ে নিয়ে যায় আমরা বাধা দিলে আমাদের বাড়ীতে এসে আক্রমন চালায়।