লাইক দিন পয়েন্ট জিতুন!
Shorts News Create

গণঅভ্যুত্থান দিবস ২০২৫: ভালুকায় বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা | Victory Rally Bhaluka BNP
৫ আগস্ট ২০২৫, ময়মনসিংহের ভালুকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন! ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিজয় মিছিল ও ভালুকা বাসস্ট্যান্ড বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। নেতৃত্বে ছিলেন রুহুল আমিন মাসুদ।
Watch the highlights of this historic event celebrating democracy and people’s victory.
গণতন্ত্রের এই জয়যাত্রার মুহূর্তগুলো দেখুন এবং শেয়ার করুন। #bhalukabnp #victoryrally
Cover Topic -
গণঅভ্যুত্থান দিবস, ভালুকা বিএনপি, বিজয় মিছিল ২০২৫, ময়মনসিংহ খবর, গণতন্ত্র, Bhaluka Victory Rally, BNP Bangladesh, July-August Uprising, Ruhul Amin Masud, Democracy Celebration, Info Today Bangla, Info Today,
#গণঅভ্যুত্থানদিবস #ভালুকাবিএনপি #বিজয়মিছিল #গণতন্ত্র #bhalukabnp #victoryrally2025 #bnpbangladesh #mymensinghnews #democracyday #ruhulaminmasud

গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”
এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”
ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।
এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।
বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি
