ইউএনও নয় তো এ যেন একদম আগুন এরকম ইউএনও কোথায় কোথায় আছে
1
0
0
4
রাস্তা পাকা করনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
3
0
1
5
বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়ক থেকে লারকিবাহী একটি ছয় চাকার ট্রলি বাঘাইছড়ি আসছিল। পথে আর্যপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং চালক সহ আহত হন আরও তিন জন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
10
0
1
19
গল্লাক বাজারে জনগুরুপ্তপূর্ন্য স্থান টয়লেট নির্মানের চেষ্টা গঠতেপার প্রাণঘাতি মহামারী। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে পাবলিক টয়লেট নির্মান করা হচ্ছে। এতে ভয়ানক স্বাস্থ্যঝূকির আশংঙ্কা করছেন স্থানীয় বাসিন্ধারা । টয়লেটটি নির্মান বন্ধ করার জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।