close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Korte broek Opprett
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে। এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Laat meer zien




