কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Celana pendek Membuat
কালিয়াকৈরে বৃষ্টি বিঘ্নতার মাঝেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মীসভা অনুষ্ঠিত।
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো গঠনকল্পে ৩১ দফার আলোকে কর্মীসভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হয়।মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল"সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির খান' শ্রম বিষয়ক সহ সম্পাদক,বি.এন.পি কেন্দ্রীয় কমিটি,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,জনাব সাইজুদ্দিন আহমেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি.. আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
সাপাহারে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি...
সাপাহার লোড পয়েন্ট সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে র্যালিতে আংশ গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বিএনপি নেতা মিজানুর রহমান শাহ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আতাউর রহমান, ছাত্রদল নেতা সোহেল রানা, লোড পয়েন্ট সাধারণ সম্পাদক মহরম হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহন করেন।
বারো বছর পর চেম্বার নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপণা: রাশেদুল হাসান রঞ্জন
.
#চেম্বারঅবকমার্স | #সিরাজগঞ্জ | #নির্বাচন
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24





