Şort oluşturmak

মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন।

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা

0

2

28

বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ>
ফরিদপুর জেলা নগরকান্দা মাশাজান নামে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এত ট্রাকের ড্রাইভার পা ভেঙে যায় এবং হেল্পার গুরুতর আহত হয় দুজনেই ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি।

Bablu Munsi

0

0

13

⁣চট্টগ্রামের ভাষায় কি বললেন কর্ণেল অলি আহমেদ ?

Mahamud Mithu

0

1

7

চট্টগ্রাম মিরসরাইয়ে সিডিএসপি বেড়ি বাঁধের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে
মানববন্ধন করেন বাংলাদেশ জামায়তে ইসলামী। মিরসরাই উপজেলা শাখা

সাকিব চৌধুরী চট্টগ্রাম

0

0

15

যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।


পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মা‌কে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

রাসেল মাহমুদ

0

0

10

⁣"আমি চাই এমন জীবনসঙ্গী, যে আমার মতোই লোয়াল
https://ekhon.tv/

Shimul Rahman

0

0

2