লাইক দিন পয়েন্ট জিতুন!
Celana pendek Membuat

লালমনিরহাট কালীগঞ্জের চামটাহাটে মাদক সহ মোটরসাইকেল ফেলে পালালো ব্যবসায়ী। গোপনসূত্রের ভিত্তিতে জানানো সংবাদরে মাধ্যমে মাদক ব্যবসায়ী জনগনের হাত থেকে বাঁচতে বহনকৃত মাদক সহ মোটর সাইকেল ফেলে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। অতঃপর কালীগঞ্জ থানা পুলিশ ফেলে রাখা মাদকসহ মোটরসাইকেল হেফাজতে নিয়ে আইনানূগ ব্যবস্থা করেন। মূলহোতা ব্যবসায়ীদের তদন্ত চলছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলের যে অবস্হা, তাতে সাধারন মানুষের আস্হা নেই। যৌতিক সময়ের মধ্যে সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার দরকার। নির্বাচন হবে হওয়া উচিৎ। কিন্তু সেটা যেন তাড়াহুড়ার মধ্যে বা দীর্ঘ না হয়। দিনাজপুরের শিশু একাডেমির মিলনায়তনে আয়োজিত সংগঠনের শিবিরের শহর কমিটির সমাবেশে প্রধান অতথির বক্তব্য শেষে মিডিয়া কর্মীদের কাছে অভিমত জানান শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধান জাহিদুল ইসলাম।