close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

מִכְנָסַיִים קְצָרִים לִיצוֹר

বরগুনার আমতলী উপজেলার গাজী বাড়ি সড়কে রাতের অন্ধকারে একটি বাসগাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ফরিদ হোসেন খিজির

0

0

3

⁣পাবনায় কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি চাউলের দাম বাড়ানো হয়েছে ২-৪ টাকা। বৃষ্টি উপেক্ষা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। শহরের হাজিরহাটের দুই রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা. (ভিডিও সংগৃহে)

Mirza Mizanur Rahman Mizan

0

1

16

⁣পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটে বালু মহল দখল নিতে আবারও ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। এক রাখাল গু লি/বিদ্ধ

Mirza Mizanur Rahman Mizan

0

0

10

⁣ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবা‌দে সড়ক অবরোধ করে বি‌ক্ষোভ মি‌ছিল ও অ‌গ্নিসং‌যোগ করা হ‌য়ে‌ছে। ৩রা ন‌ভেম্বর বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল আলমগীর কতৃক প্রাথ‌মিকভা‌বে চুড়ান্ত তা‌লিকা ঘোষনার উত্তজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মি‌ছি‌লে অংশ নেয়।

Abdul Kadir

0

0

7

⁣Eye news bd

আই নিউজ বিডি ডেস্ক

0

1

34

⁣মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।

আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ShahidulIslamkhokan

0

0

17