পাহাড়ে চাদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা..

Sirazul Islam  avatar   
Sirazul Islam
সিরাজুল ইসলাম,
বাঘাইছড়ি উপজেলা।।

রাঙামাটির সাজেক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীতে দায়িত্ব  পালনের সময় পরিচিত স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এরপর বাঘাইহাট থেকে দুপুর ১টার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌছান তিনি।

 তিনি আরো বলেন ৫ ই আগস্টের পরে বিভিন্ন থানা হইতে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে কাউকে চাঁদাবাজি, অস্ত্রবাজি করতে দেয়া হবে না, এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে হাতে তুলে না নেয় সেই বিষয়ে সকলের সহযোহিতা কামনা করেন।

সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নির্বাপণের জন্য সাজেকে  অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা) ব্রিগে. জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগে. জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চিফ), পিলখানা ব্রিগে. জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জণনিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লে. কর্নেল মো. আতিফ সিদ্দিকী, পিএস টু ডিজি বিজিবি লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, এডিসি টু ডিজি বিজিবি ক্যাপ্টেন সাকিব হাসান,

No comments found