নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, “আমরা যদি সত্য ও ন্যায়ের পক্ষে থাকি, জনগণ আমাদের পাশে থাকবে।”
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মুছাপুর বাংলা বাজারে ঈদ পরবর্তী গণসংযোগ শেষে এক রেস্টুরেন্টে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু নাছের এবং সঞ্চালনায় ছিলেন মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মো. ইব্রাহিম।
ফখরুল ইসলাম আরও বলেন, “মুছাপুর আমার এলাকা। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমার লোক। আমি সকলের সমর্থন ও সহযোগিতা চাই। এখানে আমাদের সামাজিক, আত্মীয় ও প্রতিবেশী সম্পর্ক রয়েছে এবং এই বন্ধন অটুট রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হব না। হাট, জমি, সিএনজি স্ট্যান্ড দখল, বালু উত্তোলন কিংবা চাঁদাবাজির মতো অন্যায় কাজে যারা জড়িত, তাদের আমরা প্রশ্রয় দেব না। জনগণ আমাদের পাশে আছে কারণ আমরা মজলুমের পক্ষে, জালেমের নয়।”
তিনি আরও বলেন, “যারা পদ ব্যবহার করে অন্যায় করে, তাদের পথ ক্ষণস্থায়ী। অতীতে জেলায় এমন অনেকেরই অস্তিত্ব নেই। কাউন্সিল বা ভোট ছাড়া উপরের লোকদের তোষামোদ করে পাওয়া পদ দীর্ঘস্থায়ী হয় না।”
আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতার আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “ক্ষমতার দাপট চিরকাল থাকে না। জনগণ যখন প্রতিবাদ করবে, তখন অস্ত্র-পুলিশ বা টাকাও কোনো কাজে আসবে না। জনগণকে ভালোবাসলেই তারা পাশে থাকবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভূঁইয়া, লুৎফুর কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, মুছাপুর কৃষক দলের আহ্বায়ক আবদুল মোতালেব মঞ্জু ও সদস্য সচিব মাহামুদুল হাসান জাহেদ, মাসুদ রানা প্রমুখ।