ধর্মপাশা উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ৮টি গ্রামের মানুষ একত্রিত ভাবে ঈদ-উল-ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা প্রতিনিধি- শাহ মোঃ মনির হোসেন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরপরই ঈদ-উল-ফিতর এর উদযাপনে ৮টি গ্রামের পরিবারের মুসলমান একত্রিত ভাবে নামাজ আদায় করেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টায় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামেস্থিত কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ পড়ান হাফেজ মাওলানা সবুজ আহম্মেদ। তিনি জানান- ২০১৭ সাল থেকে উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ঈদের নামাজ পড়িয়ে আসছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে বিভিন্ন তরিকাপন্থী মুসলমান।
এ বিষয়ে হলিদাকান্দা দঃ পাড়া বড় জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান সাহেব বলেন, কোরআনের আলো র ভিত্তিতে যতটুকু চলা যায়, ততটুকু চলার চেষ্টা করার আহ্বান করলেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের কে। যদি সকল বিশ্বের মুসলমান একইদিনে শুক্রবারের জুম্মা র নামাজ আদায় করতে পারে তাহলে আমরা কেন একই দিনে ঈদের নামাজ পালন করতে পারবো না।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টায় উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ঈদের নামাজ আদায় করে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার ও ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনদের জন্য দোয়া করা হয়।